কলকাতা, ৬ নভেম্বর (হি. স.) সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে ৷ আজ সন্ধ্যা ছ’টায় আলিপুরের মুক্তমঞ্চ উত্তীর্ণতে এই বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে ভবানীপুর বিধানসভা তৃণমূলের তরফে। এই রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
বহুবছর ধরেই পুজোর পর বিজয়া সম্মিলনী করে আসছে দল। এবারও তাই হবে। তবে এবার বিজয়া সম্মিলনীর গুরুত্ব আলাদা। বছর ঘুরলেই বেজে যাবে লোকসভার দামামা। তার আগে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর এক কর্মিসভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। মূলত সেখানেই হবে বিজয়া সম্মেলনী। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই বিজয়া সম্মিলনীর গুরুত্ব তৃণমূলের অন্য রাজনৈতিক কর্মসূচির থেকে বেশি বলেই মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ। কারণ, মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে খুব বেশি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন না। তাই এই সম্মিলনী যেমন তৃণমূল নেতৃত্বের কাছে ‘গুরুত্বপূর্ণ’, তেমনই প্রশাসনের কাছেও এই কর্মসূচি আয়োজনের দায়িত্বও যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’।
কারণ, ভবানীপুর বিধানসভার অন্তর্গত যে আটটি কলকাতা পুরসভার ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলির কাউন্সিলর এবং ব্লক সভাপতিদের পাশাপাশি কর্মীরাও অংশ নিতে উত্তীর্ণতে আসবেন। তাই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এ হেন রাজনৈতিক কর্মসূচির আয়োজন প্রশাসন এবং দলগত ভাবে তৃণমূল নেতৃত্বের কাছে অত্যন্ত দায়িত্বপূর্ণ বিষয়। তাই রাজনৈতিক ভাবে এই বিজয়া সম্মিলনী আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভা সাংসদ তথা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং দক্ষিণ কলকাতা তৃণমূলের সভাপতি তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারকে। এই কর্মসূচি আয়োজনের পর ভবানীপুর বিধানসভায় আরও একটি বড়সড় কর্মসূচি অপেক্ষা করছে। তবে রাজনীতির সঙ্গে তার কোনও যোগাযোগ নেই বলেই পুলিশ-প্রশাসন সূত্রে খবর।
রাজ্যের তরফে আগামী ৯ নভেম্বর বিজয়া সম্মেলনী আয়োজন করা হয়েছে। নিউটাউনের বদলে এই সভা হবে আলিপুর জেল মিউজিয়ামে। নবান্ন সূত্রে খবর, প্রশাসনের কাছে এই অনুষ্ঠান বিশেষ ভাবেই গুরুত্বপূর্ণ। কারণ, বাণিজ্য সম্মেলনের আগে এই সরকারি অনুষ্ঠানে হাজির থাকতে পারেন অনেকেই। ইতিমধ্যেই আমন্ত্রণ পাঠানো হয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষকে। যদিও এখনও আমন্ত্রণ যায়নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে।

