আগরতলা, ৬ নভেম্বর: রাতের আঁধারে কালী মন্দিরে হাত সাফাই করল চোরের দল। চোরের দল ওই মন্দিরে হানা দিয়ে মায়ের স্বর্ণালঙ্কার সহ চারটি দানবাক্স ভেঙে অর্থ নিয়ে পালিয়েছে।
মন্দিরের জনৈক পুরোহিত জানিয়েছেন, আজ সকালে বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর কালী মন্দিরে এসে দেখতে পান মন্দিরের দরজা ভাঙা অবস্হায় আছে। সাথে তিনি পুলিশকে খবর পাঠিয়েছে। গতকাল রাতে চোরের দল হানা দিয়ে মায়ের স্বর্ণালঙ্কার সহ চারটি দানবাক্স ভেঙে অর্থ নিয়ে পালিয়েছে। আনুমানিক দেড় লক্ষাধিক টাকার জিনিস নিয়ে পালিয়েছে।
তাঁর অভিযোগ, পূর্বেও একবার মন্দিরে চুরি সংঘটিত হয়েছিল। এবিষয়ে পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আবারও গতাকল রাতে মন্দিরে চুরি সংঘটিত হয়েছে।