কলকাতা, ৬ নভেম্বর (হি.স.): ‘স্বস্তিকা’-কে আরএসএস-এর নীতি নির্ধারণে অগ্রণী ভূমিকা নেওয়ার আর্জি জানালেন তথাগত রায়।
রবিবার বেশি রাতে তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “আমি জাতীয়তাবাদী পত্রিকা ‘স্বস্তিকা’ এর ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলাম। আমি বলেছিলাম যে ‘স্বস্তিকা’-কে পশ্চিমবঙ্গে আরএসএস-এর ‘বিভিন্ন ক্ষেত্র’-র জন্য বিতর্ক, আলোচনা এবং নীতি নির্ধারণে অগ্রণী অংশ নেওয়া উচিত।
আমি বিশেষভাবে বিজেপিকে উল্লেখ করে এটা বলছি। কেন্দ্রের মত নয়, পশ্চিমবঙ্গে বিজেপির পশ্চিমবঙ্গ-নির্দিষ্ট নীতি তৈরি করার জন্য কোনও থিঙ্ক-ট্যাঙ্ক নেই। ফলস্বরূপ, এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিভ্রান্ত হন এবং তাঁদের নিজস্ব ধারণা অনুযায়ী কথা বলেন, যাতে তাঁরা কেন্দ্রীয় দলের নীতির প্রতিধ্বনি করে।
মুসলমানদের প্রতি দৃষ্টিভঙ্গি, বিদেশী পণ্যের ব্যবহার ইত্যাদি বিষয়ে মিডিয়া এবং জনসাধারণ যে সব প্রশ্ন তোলে, সেগুলোর সঠিক উত্তর তাঁদের কাছে নেই। ‘স্বস্তিকা’-কে অবশ্যই তার থিঙ্ক-ট্যাঙ্কের ভিত্তি তৈরি করতে হবে।“

