BRAKING NEWS

আগামী ২০ নভেম্বর রাজভবন অভিযান বামেদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর:
২৩ নভেম্বর রাজভবন অভিযান করবে বামেরা। দলিত অংশের মানুষের বিভিন্ন সমস্যা নিঃসরনের জন্য ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি ও ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন সদর বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ১৭ দফা দাবি আদায়ে ৪ঠা ডিসেম্বর দিল্লি চলো অভিযানের  সমর্থনে ২৩ নভেম্বর রাজভবন অভিযান সফল করতে কনভেনশন অনুষ্ঠিত হয় মেলার মাঠ কৃষক ভবনে।

এই কর্মসূচীর সমর্থনে ১৭ দফা দাবিতে ২৩ নভেম্বর রাজ ভবন অভিযানের ডাক দিয়েছেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন ও ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি।

সোমবার দুই সংগঠনের সদর বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এই  কনভেনশন। এদিন মেলারমাঠ কৃষক ভবনে হয়েছে এই কনভেনশন।
উপস্থিত ছিলেন তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক, মাধব মজুমদার, ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য পরিষদের সম্পাদক শ্যামল দে সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *