নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ৬ নভেম্বর : মেলাঘর হাসপাতালে রোগীদের মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রোগী ও তাদের পরিবারের লোকজনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের পরিবারের লোকজনরা অভিযোগ করেছেন
একের পর এক গাফিলতি করে চলেছেন হাসপাতালে কর্তব্যরত নার্স চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। এবার রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হলো মেলাঘর হাসপাতালে। ঘটনায় ব্যাপক ক্ষোভ সঞ্চার হয়েছে রোগীর পরিজনদের মধ্যে। ঘটনার তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে।
পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে রোগী ও তাদের পরিবারের লোকজনদের মধ্যে মেলাঘর হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি বিশ্বাস বিনষ্ট হচ্ছে সাধারণ মানুষের। এসব বিষয়ে আরো দায়িত্বশীল হওয়ার দাবি উঠেছে।
2023-11-06

