ভোপাল, ৫ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার মধ্যপ্রদেশে নির্বাচনী সফরে যাচ্ছেন। তিনি এদিন মধ্যপ্রদেশের সিওনি এবং খান্ডোয়া জেলায় বিজেপি প্রার্থীদের উদ্দেশ্যে জনসভায় ভাষণ দেবেন।
বিজেপির রাজ্য মিডিয়া ইনচার্জ আশিস আগরওয়াল জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারের পরে দুপুর ১২টা নাগাদ সিওনি জেলার লখনদৌনে জনসভায় ভাষণ দেবেন। এরপর দুপুর সাড়ে ৩টে নাগাদ খান্ডোয়া জেলায় জনসভায় ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে মোদীর। দুটি জেলাতেই মোদীর সফরের জন্য প্রশাসনের তরফে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা, ট্রাফিক ডাইভারশন ও পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

