“প্রকৃত গণতন্ত্রের উদাহরন হল মিজোরাম” – আশিস সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর : “প্রকৃত গনতন্তের উদাহরণ হল মিজোরাম। সেখানকার নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ, রাজ্যের শাসক দলকে মিজোরাম থেকে গিয়ে শিক্ষা নেওয়া উচিত।” মিজোরাম থেকে নির্বাচনী প্রচারে অংশগ্রহন করে এসে এই কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

 রাজ্যে এসে তিনি মিজোরামের রাজনৈতিক পরিবেশের প্রশংসায় পঞ্চমুখ হলেন। তিনি বলেন, সেখানে নির্বাচনে সাধারন জনগণ ঠিক করেন রাস্তায় কোথায় কটা ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হবে। রাজনৈতিক সম্প্রীতি বজায়ের লক্ষ্যে সেখানে প্রচারে তেমন বাহারী ফ্ল্যাগ ফেস্টুনের ছড়াছড়ি দেখা যায়না। প্রত্যেকটি দল একে অপরের প্রতি সৌভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে উৎসবের আমেজে এই নির্বাচন অনুষ্ঠিত করছে।

তিনি আরো বলেন, রাজ্যের নির্বাচনের আগের বা পরের যে পরিবেশ তা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন রাজ্যের প্রশাসন ও শাসক দলকে মিজোরামে গিয়ে সেখানকার নির্বাচনের পরিবেশ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, রবিবার অসংগঠিত শ্রমিক সংগঠনের সদস্যদের নিয়ে কংগ্রেস ভবনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় তাদের বিভিন্ন দাবি দাওয়া দিয়ে এদিন আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।