জাদেজার ঘূর্ণিতে ৮৩ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা, ইডেনে ২৪৩ রানের বিরাট জয় ভারতের

কলকাতা, ৫ নভেম্বর (হি. স.) : বিরাট কোহলির শতরানে ভর করে ভারতের দেওয়া ৩২৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে মাত্র ৮৩ রানেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা । ফলে কুইন্টন ডি ককদের বিরুদ্ধে বড় জয় পেল ভারত। রবিবার ভারত ২৪৩ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে।

রবিবাসরীয় দুপুরে ইডেনে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই তিনি ও শুভমান গিল ঝড়ের গতিতে রান তুলতে শুরু করেন। বেশি আক্রমণাত্মক ছিলেন হিট-ম্যান। তিনি টি২০-র মেজাজে ব্যাট করায় ৬ ওভারের আগেই ভারতের স্কোর ৬০ ছাড়িয়ে যায়। ২৪ বলে ৪০ রান করেন রাবাদার বলে বাভুমার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত। ২৩ রান করেন গিল। তাঁরা ফিরলে খেলা ধরে নেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার (৮৭ বলে ৭৭)। তবে রান পাননি কেএল রাহুল (৮)। এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও টিকে থাকেন বিরাট। প্রথমে সূর্যকুমার যাদব (২২) ও পরে রবীন্দ্র জাদেজা (২৯)-র সঙ্গে জুটি বেঁধে ভারতের স্কোর ৩০০ পার করেন বিরাট কোহলি। এদিন অপরাজিত শতরান করেছেন বিরাট (১২১ বলে ১০১)। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান তোলে ভারত। কিং কোহলি অপরাজিত থাকেন ১০১ রানে। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে লুঙ্গি এনগিডি, রাবাদা, জ্যানসেন, কেশব মহারাজ ও শামসি একটি করে উইকেট পেয়েছেন।
ভারতের ৩২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৩ রানেই অলআউট হয়ে যান কুইন্টন ডি ককরা। রবীন্দ্র জাদেজা একাই নিয়েছেন ৫ উইকেট। মহম্মদ সামি ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন। ১টি উইকেট পান মহম্মদ সিরাজ। দক্ষিণ আফ্রিকার মাত্র চার ব্যাটার এদিন দুই অঙ্কের রানে পৌঁছোতে পেরেছেন। ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে তাঁদের কেউই রুখে দাঁড়াতে পারেননি। ডি কক (৫), বাভুমা (১১), ডুসেন (১৩), মার্করাম (৯), মিলার (১১), ক্লাসেন (১), জ্যানসেন (১৪) সহ বাকিরা সকলেই ব্যর্থ হয়েছেন। সামি-জাদেজাদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে না পারায় ডি ককরা মাত্র ৮৩ রানেই গুটিয়ে যান। ২৪৩ রানের বিরাট ব্যবধানে ম্যাচ হারে দক্ষিণ আফ্রিকা।

এদিন শতরান করে দেশবাসীকে জন্মদিনের ‘উপহার’ দিয়েছেন কিং কোহলি। রবিবার তাঁর ৩৫ তম জন্মদিন। আর এদিনই ওডিআই কেরিয়ারে তাঁর ৪৯ তম শতরান করলেন বিরাট। এর সঙ্গে তিনি ছুঁয়ে ফেলেছেন সচিন তেন্ডুলকরের রেকর্ডও। সচিনেরও একদিনের ক্রিকেটে ৪৯টি শতরান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *