নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.) : কংগ্রেস আদিবাসী সমাজকে অন্ধকারে রেখে লুট করে এখন তাদের বিভ্রান্ত করে লুট করার প্রস্তুতি নিচ্ছে । রবিবার মধ্যপ্রদেশের সিওনিতে একটি নির্বাচনী সমাবেশের ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিনের ভাষণে তিনি বলেন, কংগ্রেস প্রথমে আদিবাসী সমাজকে অন্ধকারে রেখে লুট করছিল এবং এখন আবার তাদের বিভ্রান্ত করে লুটপাটের জন্য নিজেদেরকে তৈরি করছে। ভাষণে নরেন্দ্র মোদী বিজেপির ক্ষমতায় ফেরার আস্থাও প্রকাশ করেন। তিনি আরও জানান, কংগ্রেস বিজেপির ক্ষমতায় আসা নিয়ে যথেষ্ট সচেতন আর সেকারণেই কংগ্রেস কেবল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ভান করছে। কংগ্রেসের উদ্দেশ্য শুধুমাত্র অনুদান সংগ্রহ করা। একই সঙ্গে কংগ্রেসে মুখ্যমন্ত্রী পদের জন্য নয়, নিজের ছেলেকে বসানোর লড়াই চলছে। কার ছেলে কংগ্রেসের প্রধান হবেন তা নিয়ে ঝগড়া করছেন কংগ্রেসের দুই বড় নেতা। প্রধানমন্ত্রী মোদী এদিন গরিব কল্যাণ অন্ন যোজনার ৫ বছর বৃদ্ধিকে একটি কৃতিত্ব হিসাবে তুলে ধরেছেন। আগামী ৫ বছরের জন্য দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে বলেও মোদী এদিন জানান। কেন্দ্রীয় সরকার এজন্য লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করবে। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন লক্ষ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি হত, কিন্তু তাদের সরকারে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। তিনি বলেন, কৃষকদের জন্য ইউরিয়ার দাম বাড়াতে দেওয়া হবে না। আমেরিকা ও প্রতিবেশী দেশগুলোতে ইউরিয়া পাওয়া যাচ্ছে ৩ হাজার থেকে ৪ হাজার টাকায় যেখানে ভারতে এর দাম প্রায় ৩০০ টাকা।
প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস সরকার সবসময় একটি পরিবারের গুণকীর্তন গায়। বিজেপি সরকার আদিবাসী মহাপুরুষদের স্থান দিয়েছে। সেজন্য ১৫ নভেম্বর উপজাতি গর্ব দিবস পালন করা হয়। রানি কমলাবতীর নামে ভোপালের রেলস্টেশনের নামকরণ করা হয়েছে। তিনি আরও জানান, সরকার সেই কারিগরদের জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিম নিয়ে এসেছে যাদের কংগ্রেস সরকার কখনও জিজ্ঞাসাও করেনি। তিনি উল্লেখ করেন, দেশে মোবাইলের দাম খুবই কম এবং ডাটার দামও অন্যান্য দেশের তুলনায় খুবই কম। তার সরকারের সিদ্ধান্তের কারণেই সেটা সম্ভবপর হয়েছে।