ভোটমুখী ছত্তিসগঢ়ে মহা ধমাকা মোদীর, আরও পাঁচ বছর বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৪ নভেম্বর : পাঁচ রাজ্যের নির্বাচনী প্রচারের পারদ বেড়েই চলেছে। কারণ, ভোটারদের মন পেতে আরও পাঁচ বছরের জন্য দেশের ৮০ কোটির বেশি দরিদ্র জনগণকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছত্তিসগঢ়ে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এই মহা ধমাকা দিয়েছেন। তাঁর দাবি, আপনাদের প্রেম ও আশীর্বাদ আমাকে সবসময় এমন পবিত্র সিদ্ধান্ত নিতে শক্তি দেয়। প্রসঙ্গত, দেশে বর্তমানে ৮০ কোটিরও বেশি জনগণ বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *