ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর।। ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং স্বানীতি ইনিসিয়েটিভ (এনজিও) এর সহযোগিতায় গত জুলাই মাসে “নেশা মুক্ত ভারতের জন্য খেলো ত্রিপুরা” কর্মসূচির উদ্বোধন হয়েছিল। এই রূপান্তর মূলক উদ্যোগের উদ্দেশ্য হলো ত্রিপুরার যুব সমাজের সামগ্রিক বিকাশের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া পরিকাঠামো তৈরি করা। গত ১১ থেকে ১৫ জুলাই আগরতলায় ভলিবল কোচদের নিয়ে পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে প্রোগ্রামটি শুরু হয়েছিল। সেই সময় থেকে ত্রিপুরার আটটি জেলা জুড়ে খেলোয়াড়দের নির্দেশনা ও পরামর্শ দেওয়া হচ্ছে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং স্বানীতি উদ্যোগের যৌথ প্রয়াসে ১৩ অক্টোবর রাজ্য স্তরীয় ভলিবল টুর্নামেন্টের সূচনার মাধ্যমে এই কর্মসূচির অধীনে অর্জিত অগ্রগতি সামনে আনা হয়েছে। টুর্নামেন্টটি নিজ নিজ ব্লকের পর, আন্ত ব্লক স্তরের ম্যাচ এবং পরে জেল স্তরে বিস্তৃতি পায়। পরবর্তী সময়ে আগরতলায় আন্তজেলা ম্যাচ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সম্পন্ন হবে এই টুর্নামেন্ট। উল্লেখ্য, শুধুমাত্র খেলাধুলায় সক্রিয় যুবকদের সম্পৃক্ততা বাড়াতেই নয়, অংশগ্রহণকারী যুবকদের মধ্যে দলগত কাজ এবং শৃঙ্খলার মূল্যবোধ জাগিয়ে তোলার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা নিচ্ছে এই কর্মসূচি। মোটকথা, নেশা মুক্ত ভারতের জন্য খেলো ত্রিপুরা কর্মসূচির ক্রমাগত বাস্তবায়ন যুবকদের জন্য একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। তাদেরকে নেশার কবল থেকে দূরে সরিয়ে খেলাধুলায়, দলবদ্ধ কাজ এবং স্বাস্থ্যকর উন্নয়নের পথে পরিচালিত করছে। স্বানীতি ইনিসিয়েটিভের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।
2023-11-04