বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া

মুম্বাই, ৪ নভেম্বর (হি.স.) : দুঃসংবাদ পেল ভারত। বিশ্বকাপের আসর থেকে ছিটকে গেলেন গোড়ালির চোটে পড়া পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তার স্থলাভিষিক্ত হয়েছেন পেসার প্রসিধ কৃষ্ণা।শনিবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।তার মতো প্রতিভাবান অলরাউন্ডারের সার্ভিসটা নিশ্চিত মিস করবে রোহিত শর্মার দল।বাংলাদেশের বিপক্ষে গত ১৯ অক্টোবর ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন পান্ডিয়া।