ডুঙ্গারপুর, ৪ নভেম্বর (হি.স.) : শুক্রবার গভীর রাতে রাজস্থানের বিছিওয়াদা থানা এলাকার এনএইচ-৪৮-এ সড়কে বেসরকারি বাসের সঙ্গে দ্রুত গতিতে আসা একটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়িতে থাকা চার যুবকের মৃত্যু হয়। আরও এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনের দেহ জেলা হাসপাতালের মর্গে নিয়ে গেছে। আহত যুবকের চিকিৎসা চলছে। নিহতরা সবাই গুজরাটের শামলাজির বাসিন্দা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টায় গাড়িতে আটকে থাকা দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়াও আহত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সকলেই গুজরাটের বাসিন্দা। গভীর রাতে তারা ডুঙ্গারপুর দিয়ে যাচ্ছিল। কিন্তু গাড়িটি দ্রুত গতিতে ভুল পথে যাওয়ায় বেসরকারি বাসের সঙ্গে এই সংঘর্ষ হয়েছে । বাসেরও ক্ষতি হয়েছে। খাজুরী নলের কাছে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় পুলিশ ও স্থানীয় গ্রামবাসীর চেষ্টায় দেহগুলো উদ্ধার করা সম্ভব হয়।