বিলোনিয়া, ৪ নভেম্বর:- বিলোনিয়া মহকুমার ভারতচন্দ্র নগর ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন করলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ এ ।
আজ বিকেল তিনটায় জেলাশাসক ভারত চন্দ্র নগর ব্লকের পূর্ব পিপাড়িয়া খলার গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত কুকিছড়া লাইব্রেরি বিল্ডিং এর নির্মাণের কাজ পরিদর্শন করেন জেলা শাসক। সমগ্র শিক্ষা প্রকল্প থেকে ২৩ লক্ষ টাকা দিয়ে এই লাইব্রেরি বিল্ডিং এর নির্মাণ কাজ চলছে। বিল্ডিং এর কাজের গুণগত মান ঠিক হচ্ছে কিনা, পরিকাঠামো ঠিকভাবে গড়ে উঠছে কিনা তা খতিয়ে দেখেন।
পাশাপাশি এদিন পূর্ব পিপারিয়াখলা গ্রাম পঞ্চায়েতের এস এইচ জি কমিউনিটি হলের নির্মাণ কাজ সহ পঞ্চায়েতের ব্রিকসলিং রোডের নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলাশাসক , সাথে ছিলেন ভারতর চন্দ্র নগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কাবেরী নাথ, বি সি নগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন পুতুল পাল বিশ্বাস সহ ভারত চন্দ্র নগর ব্লকের ইঞ্জিনিয়ারগন ।