অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ৪০ জনকে নিয়ে আজ থেকে শিবির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর।। রাজ্য দলের শিবিরে ডাক পেলেন ৪০ জন ক্রিকেটার। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে ত্রিপুরা দল গঠনের লক্ষ্যে। ১৭ নভেম্বর থেকে আসর শুরু করবে ত্রিপুরা। চন্ডিগড়ে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ চন্ডিগড়। ২৪ নভেম্বর দ্বিতীয় প্রতিপক্ষ বিদর্ভ। ম্যাচটি হবে নাগপুরে, ১ ডিসেম্বর ত্রিপুরার প্রতিপক্ষ গোয়া, ম্যাচটি হবে সেনগুইমে, ৮ ডিসেম্বর থেকে প্রতিপক্ষ মুম্বাই এবং ১৫ ডিসেম্বর থেকে প্রতিপক্ষ পাঞ্জাব। শেষ দুটি ম্যাচ ত্রিপুরা খেলবে আগরতলায়। ওই আসরে অংশ নিতে ৪০ জন ক্রিকেটারকে ডাকা হলো শিবির। নির্বাচিত ক্রিকেটারদের আগামীকাল বিকেল ৪ টায় এম বি বি স্টেডিয়ামে রিপোর্ট করার জন্য রাজ্য ক্রিকেট সংস্থার ভারপ্রাপ্ত সচিব জয়ন্ত দে বলেছেন। শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন:‌ সপ্তজিৎ দাস, আয়ুষ অনিল দেবনাথ, প্রীয়ান্স মিত্র, শায়ন সাহা, অভিষেক মালাকার, নীলাঞ্জন আচার্য, অভিরাজ বিশ্বাস, অর্ঘজিৎ চক্রবর্তী, শশীকান্ত বিন, তনয় মন্ডল, দ্বীপজয় দেব, দেবাংশু দত্ত, দীপঙ্কর ভাটনাগর, ধৃতিমান নন্দী, প্রীতম দাস, রোহন বিশ্বাস, জাহিদ হুসেন, রুদ্র সেনগুপ্ত, অর্কজিৎ রায়, তথাগত চক্রবর্তী,অর্কদ্যুতি দেব, রাকেস রুদ্রপাল,অর্কজিৎ পাল, আয়ুষ আলম, আকাশ রায়, অভিক পাল, প্রণবিন্দু সাহা, দীপায়ন দাস, বিষ্ময় পাল, জয়জিৎ সাহা, সম্রাট বিশ্বাস, দেবজিৎ সাহা, অনিকেষ সাহা, দেবতনু পাল, তন্ময় সরকার, অজারুদ্দিন আহমেদ, দীপাঞ্জয় ভৌমিক, বিশাল সিনহা, স্পর্শ দেববর্মা এবং সুমিত যাদব। কোচ:‌ ডি ভিনসেন্ট বিনয় কুমার, সহকারি কোচ:‌ জয়ন্ত দেবনাথ, অনুপম দে, ট্রেণার উত্তম দে, ফিজিও রাজেশ কুমার মোদক এবং ভিডিও অ্যানালাইসিস্ট শুভেন্দু ভট্টাচার্য।