ত্রিপুরা-৪৭(১৯.৫)
তামিলনাড়ু-৫১/০(৯.১)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর।। পরাজয় নিশ্চিত ছিলো আগের থেকেই। দেখার ছিলো শ্রাবণী দেবনাথের মেয়েরা কতটা লড়াই ছুড়ে দিতে পারে শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে। কার্যত এর ছিটেফোটাও দেখা যায়নি। দাদাদের মতো ছোট বোনরাও ভুগছে ব্যাটিং ব্যর্থতায়। আর তাতেই পরাজিত হচ্ছে ত্রিপুরা। অনূর্ধ্ব-১৯ বালিকাদের টি-২০ ক্রিকেটে। রঁাচির ঝাড়খন্ড ক্রিকেট আকাদেমি মাঠে ত্রিপুরা শুক্রবার পরাজিত হয় ১০ উইকেটে। ত্রিপুরার গড়া মাত্র ৪৭ রানের জবাবে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। ত্রিপুরা পর পর দুই ম্যাচে পরাজিত হয়ে গ্রুপে নীচের দিকে প্রথম স্থানে রয়েছে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরা মাত্র ৪৭ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার পক্ষে অশ্মিতা দাস ২০ বল খেলে ১১ এবং রেশ্মি নোয়াতিয়া ২৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে রুখে দাড়াতে পারেনি। তামিলনাড়ুর পক্ষে মধুমিতা আম্বু ১৫ রানে, জেনলিন চন্দ ১৯ রানে ৩ টি করে এবং ইশ্বরীয়া লক্ষ্মী ১০ রানে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে তামিলনাড়ু ৫৫ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে জি কামালিনি ৩৩ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৯ রানে এবং এম সর্বরীনা ২৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রানে অপরাজিত থেকে যান। ৫ নভেম্বর ত্রিপুরার তৃতীয় প্রতিপক্ষ অরুনাচল প্রদেশ।