অমল দেব।। লংতরাইভ্যালী, ৩ নভেম্বর: শ্বশুর বাড়িতে বেড়াতে এসে রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। প্রাতঃভ্রমণে বেরিয়ে লংতরাইভ্যালী মহকুমার নালকাটা ওভারব্রীজ রেললাইন সংলগ্ন এলাকার স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে পুলিশকে খবর পাঠিয়েছেন। পুলিশ ঘটনাস্হলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মনু সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে লংতরাইভ্যালী মহকুমার নালকাটা ওভারব্রীজ রেললাইন সংলগ্ন এলাকার স্হানীয় মানুষ প্রাতঃভ্রমণে বেরিয়ে রেল লাইনের পাশে এক ব্যক্তির দেহ দেখতে পেয়েছিলেন। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর পাঠিয়েছেন। পুলিশ ঘটনাস্হলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মনু সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছে। পুলিশী তদন্তে মৃত যুবক নালকাটার বাসিন্দা রঞ্জন দাস(৩৫)।
মৃতের পিতা জানিয়েছেন, গতকাল শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন রঞ্জন দাস। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ পরিবারের কাছে খবর আসে রেল লাইনের পাশে রঞ্জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়েছে।

