অনূর্ধ্ব-‌১৯ মহিলা জাতীয় টি-‌২০ ১ম ম্যাচে হায়দ্রাবাদে মুখ থুবরে ত্রিপুরা

ত্রিপুরা-‌৫৬(১৯.১)

হায়দরাবাদ-‌৫৭/‌১(৯.৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর।। প্রত্যাশিতভাবেই পরাজিত হলো ত্রিপুরা। আসরের প্রথম ম্যাচে। শক্তিশালী হায়দরাবাদের বিরুদ্ধে। অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের টি-‌২০ ক্রিকেটে। রাঁচির জামসেদপুর স্টেট ক্রিকেট আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৯ উইকেটে। ত্রিপুরার গড়া মাত্র ৫৬ রানের জবাবে হায়দরাবাদ ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বৃহস্পতিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরা মাত্র ৫৬ রান করতে সক্ষম হয়। হায়দরাবাদের বোলারদের সামনে মাথা তুলে দাড়াতেই পারেননি ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। ত্রিপুরার কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৯ রান করেন প্রীয়া সরকার ২৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে। এছাড়া ত্রিপুরার পক্ষে পায়েল নম:‌ ৭ রান করেন। হায়দরাবাদের পক্ষে সি এইছ দিক্ষীতা ২০ রান দিয়ে ৩ টি, এন ববিতা ১১ রান দিয়ে এবং কেশরী ধৃতি ১৬ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে হায়দরাবাদের দুই ওপেনার পি বি হানসিকা রাও এবং কাভ্যা ওপেনিং জুটিতে ৩০ রান যোগ করে দলের জয়কে সহজ করে দেন। হায়দরাবাদ ৫৮ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। হায়দরাবাদের পক্ষে হানসিকা ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রানে এবং কে নিধি ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে কাভ্যা ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। ত্রিপুরার পক্ষে একমাত্র উইকেটটি দখল করেন পারমিতা চক্রবর্তী ৯ রান খরচ করে। আসরের প্রথম ম্যাচেই বিনা লড়াইয়ে পরাজিত হয়ে শ্রাবণী দেবনাথের মেয়েরা মানসিভাবে অনেকটাই যেনও পিছিয়ে পড়েছে। শুক্রবার আসরে ত্রিপুরার দ্বিতীয় প্রতিপক্ষ গ্রুপের আরেক শক্তিশালী দল তামিলনাড়ু। গ্রুপে দিনের অপর দুটি ম্যাচে তামিলনাড়ু নয় উইকেট এর ব্যবধানে অরুণাচল প্রদেশকে এবং হরিয়ানাও নয় উইকেটের ব্যবধানে উত্তর প্রদেশকে পরাজিত করেছে।