নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার ইডি-র তরফে তাঁকে তলব করা হয়েছে। কিন্তু তিনি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রের খবর। এদিনই আবার ইডি-কে কেজরিওয়াল লিখিতভাবে জানান, “সমন নোটিশটি বেআইনি এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। নোটিশটি বিজেপির নির্দেশে পাঠানো হয়েছিল। আমি যাতে চারটি রাজ্যে নির্বাচনী প্রচারে যেতে পারি না তা নিশ্চিত করার জন্য নোটিশ পাঠানো হয়েছিল।” ইডি-র কাছে লিখিতভাবে কেজরিওয়াল আর্জি জানিয়েছেন, অবিলম্বে নোটিশটি প্রত্যাহার করা উচিত।
এদিকে, দিল্লিতে ইডি-র দফতরে বাইরে বৃহস্পতিবার সকাল থেকেই ছিল কড়া নিরাপত্তা। যদিও, এএপি সূত্রে জানা গিয়েছে, ইডি-র দফতরে যাচ্ছেন না কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালকে ইডি-র তলব সম্পর্কে দিল্লির মন্ত্রী এবং এএপি বিধায়ক সৌরভ ভরদ্বাজ বলেছেন, “শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্বই দেখছে, কেন্দ্র ক্ষমতায় মত্ত এবং এতটাই অহংকারী যে প্রতিটি ছোট রাজনৈতিক দলকে চূর্ণ করতে চায়। আম আদমি পার্টি একটি ক্রমবর্ধমান জাতীয় দল, এবং বিজেপি সরকার একে চূর্ণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে।”