রাঁচি, ২ নভেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভাপতিত্বে ৩ নভেম্বর ঝাড়খণ্ড মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকাল ৪টে নাগাদ প্রকল্প ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠকে রাজ্য সরকারী কর্মীদের চার শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করা হতে পারে। এছাড়াও পেসা অধিনিয়মও অনুমোদন করা হতে পারে। হারমু ফ্লাইওভার নির্মাণের জন্য মন্ত্রিসভায় অনুমোদনেরও প্রস্তুতি চলছে। মন্ত্রিপরিষদ সচিবালয় ও সংশ্লিষ্ট দফতরের সব বিভাগকে চিঠি দিয়ে মন্ত্রিপরিষদ সংক্রান্ত নথিপত্র চাওয়া হয়েছে। এছাড়া উর্দু ও সংস্কৃত স্কুলের শিক্ষকদের পুরনো পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়াও বৈঠকে ঠিক করা হতে পারে বিনোদ বিহারী বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের বিষয়টিও।