কলকাতা, ২ নভেম্বর (হি.স.): সোনা চোরাচালানের একটি বড় অভিযান নস্যাৎ করেছে ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বৃহস্পতিবার বিকেলে বিএসএফ দক্ষিণবঙ্গের প্রধান অফিসার ও ডিআইজি একে আর্য এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তের কাছে সোনা চোরাচালানের বিষয়ে বিএসএফ জওয়ানরা নিশ্চিত তথ্য পেয়েছিলেন। এরপর বিএসএফ কর্মীরা একটি সন্দেহজনক ট্রাককে থামিয়ে তল্লাশি করে কেবিনের ভেতরে লুকিয়ে রাখা ৬০টি সোনার বিস্কুট উদ্ধার করে। এটি সাদা স্বচ্ছ টেপে মোড়ানো ছিল। সোনার ওজন ৬৯৯৮.৫৮০ গ্রাম এবং দাম আনুমানিক ৪ কোটি ৩২ লাখ ৮৬ হাজার টাকা। ট্রাক চালককে আটক করা হয়েছে। তার নাম ২৩ বছর বয়সী সুরজ মগ। তিনি উত্তর ২৪ পরগনার বনগাঁও থানা এলাকার বাসিন্দা।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সাধারণত ট্রাকটি চোরাচালানের কাজে ব্যবহার করা হতো। বাংলাদেশ থেকে মোহাম্মদ মামুন নামে এক চোরাকারবারি তাকে সোনা পাচারের জন্য ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। উত্তর ২৪ পরগনার পেট্রাপোলের বাসিন্দা চোরাকারবারী আজগর শেখের হাতে সোনা তুলে দেওয়ার কথা ছিল। অভিযুক্তকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সোনাসহ কলকাতা শুল্ক দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।

