আজ ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী যৌথভাবে ৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার যৌথভাবে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন ।

আজ সকাল ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের সহায়তায় তৈরি তিনটি উন্নয়ন প্রকল্প যৌথভাবে উদ্বোধন করবেন। এই তিনটি প্রকল্প হল- আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা-মংলা বন্দর রেল লাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের ইউনিট-২। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *