নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.) : ছটি রাজ্যের প্রতিষ্ঠা দিবসে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১ নভেম্বর কেরল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রী মোদী হিন্দি, ইংরেজি এবং রাজ্যগুলির ভাষায় ‘এক্স’-এ অভিনন্দন জানিয়েছেন।
হরিয়ানার প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তিনি লিখেছেন, “রাজ্যের প্রতিষ্ঠা দিবসে হরিয়ানার সমস্ত পরিবারের সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা। এই রাজ্য সর্বদাই কৃষি এবং প্রতিরক্ষার মতো বিষয়ে দেশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমি কামনা করি এই রাজ্য উন্নয়নের প্রতিটি প্যারামিটারে নতুন রেকর্ড তৈরি করুক।”
মধ্যপ্রদেশের প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “রাজ্যের প্রতিষ্ঠা দিবসে মধ্যপ্রদেশের সমস্ত পরিবারের সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা। আমাদের মধ্যপ্রদেশ প্রতিদিন উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে অমৃতকালে দেশের সিদ্ধান্তগুলিকে উপলব্ধি করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই রাজ্য উন্নতির পথে এগিয়ে চলুক এই কামনা করি।”
কর্ণাটকের প্রতিষ্ঠা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “কর্ণাটকের রাজজ্যোৎসবে আমরা কর্ণাটকের মহান চেতনা উদযাপন করছি। এই রাজ্যের জনগণ উষ্ণতা ও বুদ্ধিমত্তার মিশ্রণ। কর্ণাটক তার প্রতিষ্ঠা দিবসে উন্নয়ন এবং উদ্ভাবনের জন্য অনুপ্রাণিত হতে থাকুক।”
প্রধানমন্ত্রী কেরল সম্পর্কে মালায়ালাম এবং ইংরেজিতে লিখেছেন, “কেরলের পিরাভি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা। কেরল তাদের কঠোর পরিশ্রম এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। কেরালাবাসীরা স্থিতিস্থাপকতা এবং সংকল্পের প্রতীক।”
অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “এই গতিশীল রাজ্যের মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা। তাদের অসাধারণ প্রতিভা, দৃঢ় সংকল্প এবং দৃঢ় অধ্যবসা দিয়ে এখানকার জনগণ তাদের শ্রেষ্ঠত্বের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ছাপ রাখছেন। তাদের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি।”