কলকাতা, ১ নভেম্বর (হি.স.) : নিয়োগ থেকে গরু, কয়লাপাচার এবং সর্বশেষ রেশন দুর্নীতিতে নাম জড়িয়েছে দলের একাধিক নেতা-মন্ত্রীর। সেই নিয়ে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছে বিরোধীরা। এমন পরিস্থিতিতে নাম না করে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর পরিবারের সম্পত্তি নিয়ে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। কেঁচো খুঁড়তে সাপ বেরোবে বলে হুঁশিয়ারিও দিলেন। এর পাল্টা মমতাকে কটাক্ষ করলেন শুভেন্দুও।
বুধবার সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে সরাসরি শুভেন্দু বা অধিকারী পরিবারের কারও নাম যদিও নেননি তিনি। কিন্তু হলদিয়া এবং দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দায়িত্বে থাকা ব্যক্তিদের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন তিনি, যে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু। তাঁর বাবা শিশির অধিকারী চেয়ারম্যান ছিলেন দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের।
এদিন মমতা বলেন, “কারও কারও ৬০-৭০-৮০টি ট্রলার আছে, নানা লোকেই বলে। কত বেনামি বাড়ি আছে, কত পেট্রোল পাম্প আছে, কত কোটি কোটি টাকা রয়েছে। তারা বড় বড় কথা বলে কী করে? এতদিন করিনি, এবার আমরাও কাগজপত্র বের করছি।” মমতা আরও বলেন, “আমরা কি দেখতে গিয়েছি হলদিয়া উন্নয়ন পর্ষদের দায়িত্বে ছিলেন যাঁরা আগে, মন্ত্রী থাকাকালীন কোন জমি, কত টাকায় বিক্রি করেছেন? দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্ব দিয়েছিলাম ভাল কাজ করার জন্য। কত জমি দিয়েছে? হোটেলই তৈরি হয়েছে। আমরা একবারও জানতে গিয়েছি? কেঁচো খুঁড়তে কিন্তু সাপ বেরোবে।”