নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর : ফের শহরের বুকে চোরের থাবা। সর্বস্ব হারালেন এক গৃহ কর্তা। ঘটনা রাজধানী আগরতলার নেতাজি চৌমুহনী এলাকায়। এলাকার দেবাশীষ দত্তের বাড়ি থেকে সর্বস্ব নিয়ে গেছে চোর।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, নেতাজী চৌমুহনী এলাকার বাসিন্দা দেবাশিস দত্ত ও তার স্ত্রী সোমা দত্ত বহি রাজ্যে যান গত ২৩ অক্টোবর। যাওয়ার সময় এক প্রতিবেশীর কাছে ঘরের চাবি দিয়ে গিয়েছিলেন। ওই প্রতিবেশী মাঝে মধ্যেই আসতেন ফুল তুলতে। কিন্তু ঘরে প্রবেশ করেন ন। বাড়ির সদস্যদের অবর্তমানে ফাঁকা বাড়ি পেয়ে হাত সাফাই করেছে চোরের দল।
বুধবার গৃহপরিচারিকা আসেন ঘর পরিষ্কার করার জন্য। এরপর ঘরের দরজা খুলতেই দেখতে পান সমস্ত কিছু এলোমেলোভাবে পড়ে রয়েছে। খবর দেওয়া প্রতিবেশীদের। তারা ভেতরে ঢুকে দেখেন সমস্ত জিনিস ত্র ও নগর অর্থ চুরি করে নিয়ে গেছে চোরেরা। ভেন্টিলেটার ও রান্না ঘরের দরজা ছিল ভাঙ্গা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। বাড়ির মালিকের অবর্তমানেই এই ঘটনাটি সংঘটিত হয়েছে। ঘটনায় এলাকাবাসীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।