ত্রিপুরায় নির্মিত ফিল্ম গোয়া শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নির্বাচিত

আগরতলা, ১ নভেম্বর: ত্রিপুরায় নির্মিত একটি শর্ট-ফিল্ম বিউটিফুল পেইন। যা ২০২৩-এ ১০ তম গোয়া শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

ত্রিপুরার এক তরুণী পূজা সাহা এই শর্ট-ফিল্মটির নির্মাতা। তিনি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফ্ট আগরতলা ত্রিপুরা ওই কলেজ থেকে পেইন্টিং অনার্স নিয়ে ডিগ্রী করেছিলেন।

এই ফিল্মে তিনি স্টোরি, স্ক্রিপ্ট এসবের কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *