আয়-ব্যয়ের হিসেব নিয়ে ফের বিতর্ক টিসিএ-র বার্ষিক সভা পুনরায় স্থগিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর।। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা পুনরায় স্থগিত রাখতে হয়েছে। আবারও এক মাস সময় হাতে নিয়ে পুনরায় তা ১ ডিসেম্বর করা হবে বলে আজ, বুধবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যত কারণ সেই একটাই। ট্রেজারার কর্তৃক পেশ করা আয়-ব্যয়ের হিসেব-নিকেশে উল্লেখিত বিষয় সমূহের যথার্থ বিশ্লেষণ অপর্যাপ্ত ছিল বলে জেনারেল বডি-র অধিকাংশ সদস্য তাতে সম্মতি প্রদান করেননি। মূলতঃ একটা পয়েন্ট তথা আয়-ব্যয়ের হিসেব-নিকেশে ১১ কোটি টাকা লোন নেওয়ার একটি বিষয় কেন এবং কিভাবে, তার যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি কোষাধ্যক্ষ। এদিকে, ট্রেজারার জয় লাল দাস শারীরিকভাবেও একটু অসুস্থ ছিলেন। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ, বুধবার দুপুর বারোটায় এমবিবি ক্রিকেট স্টেডিয়ামের ক্লাব হাউসে পুনঃ আয়োজিত বার্ষিক সাধারণ সভার শুরুতে সভাপতি তপন লোধ জরুরি উদ্যোগ নিয়ে রক্তচাপ মাপার যন্ত্র আনিয়ে শারীরিক অসুস্থতার বিষয়টা অনুধাবন করে সদস্যদের কাছেও অনুরোধ জানান ট্রেজারার বাবুকে আজ তেমন চাপ না দিতে। কার্যত অসম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণের প্রেক্ষাপটে আজকের এজিএমও স্থগিত রাখতে হয়েছে। এদিকে, আজ বৈঠকে সহ-সভাপতি তিমির চন্দ, সেক্রেটারি (দায়িত্ব থেকে সরিয়ে রাখা) তাপস ঘোষ, সেক্রেটারি ইনচার্জ তথা জয়েন্ট সেক্রেটারি জয়ন্ত দে তিনজনই অনিবার্য কারণে অনুপস্থিত ছিলেন। তবে জেনারেল বডির মোট ৩৩ জনের মধ্যে প্রায় ৭৮ শতাংশ সদস্য উপস্থিত ছিলেন বলে সংবাদ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, আগামী এক মাস সময়ের মধ্যে আয়-ব্যয়ের হিসেব-নিকেশ এবং অডিটর রিপোর্টের প্রেক্ষাপটে পুরো বিষয়টা ক্রিস্টাল ক্লিয়ার করে উপস্থাপন করার জন্য বলা হয়েছে। এদিকে, এই অন্তর্বর্তীকালীন আরও এক মাস টিসিএ-র সামগ্রিক ব্যয় সংক্রান্ত বিষয় পুরোনো সিদ্ধান্ত অনুযায়ী চালিয়ে নেওয়ার জন্য পুনরায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা বাহুল্য, গত ৭ অক্টোবরে, একই কারণে অর্থাৎ কোষাধ্যক্ষ কর্তৃক পেশ করা আয়-ব্যয়ের হিসেব- নিকেশের সামগ্রিক ব্যাখ্যা ও বিশ্লেষণের অসম্পূর্ণতার কারণেই বার্ষিক সাধারণ সভা স্থগিত রাখতে হয়েছিল।