কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.) : এবার কয়লা সঙ্কট নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীপাবলির আগে কয়লার জোগান ঘিরে যখন সঙ্কট দেখা দিয়েছে গোটা দেশে, সেই সময় সঙ্কট পরিস্থিতি নিয়ে সরব হলেন তিনি। মমতার অভিযোগ, কয়লা সরবরাহের কোনও দায় নিচ্ছে না কেন্দ্র। সকলকে বিদেশ থেকে আমদানি করতে বলছে। বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানেই বিষয়টি নিয়ে সরব হন তিনি। বলেন, “আজ গোটা দেশে কয়লা নেই, বিদ্যুৎ নেই। কেন্দ্র বলছে, সব কয়লা আমদানি করো। দীপাবলিতে আলো জ্বলবে কী করে? সব বাইরে থেকে কিনতে গেলে দামও পড়বে বেশি। আমাদের দেশে কয়লা নেই বলতে লজ্জা হচ্ছে। একটা কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়েছে, যাতে বাইরে থেকে কয়লা কিনতে বাধ্য হই আমরা।”
কেন্দ্রের তরফে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত দেশে কয়লা উৎপাদনে ১২.৮১ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। কোল ইন্ডিয়ায়, উৎপাদন বেড়েছে ১১.৯০ শতাংশ। তার পরেও তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে চাহিদার ৬ শতাংশ কয়লা বিদেশ থেকে আমদানি করতে বলেছে কেন্দ্র।
আগামী বছর মার্চ পর্যন্ত বিদেশ থেকে কয়লা আমদানি করতে বলা হয়েছে। কয়লার চাহিদা অনুযায়ী জোগান নেই বলেই এমন নির্দেশ বলে জানানো হয়েছে। এর পাশাপাশি, ইন্দোনেশিয়া থেকে কম দামে কেনা কয়লা, ভারতে বেশি দামে বিক্রি করা নিয়ে অতি সম্প্রতিই অভিযোগে বিদ্ধ হন শিল্পপতি গৌতম আদানি। সেই নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়ছে কেন্দ্র।