হরিয়ানার হিসার থেকে আধার কার্ড এডিট করে সিমকার্ড দেওয়ার অভিযোগে গ্রেফতার ৩

হিসার, ১ নভেম্বর (হি.স.) : হরিয়ানার হিসারে আধার কার্ড এডিট করে সিমকার্ড দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সাইবার পুলিশ। বিভিন্ন আধার কার্ডে একই ছবি ব্যবহার করে রিলায়েন্স জিও সিম দেওয়ার ঘটনায় তিন অভিযুক্তকে বুধবার সাইবার পুলিশ গ্রেফতার করেছে। ধৃতরা হল, সুরেন্দ্র ওরফে মোটু, বিক্রম এবং আনিশ আহমেদ।

তদন্তকারী অফিসার এএসআই রাজারাম বুধবার জানিয়েছেন, ২০১৯ সালে রিলায়েন্স জিও কোম্পানি গ্রাহকদের মোবাইল সংযোগ বিক্রির জন্য অভিযুক্ত সুরেন্দ্র ওরফে মোটুকে রাজালি গ্রামে পয়েন্ট অফ সেল (পিওএস) হিসাবে নিয়োগ করেছিল। সুরেন্দ্রর দায়িত্ব ছিল মোবাইল সংযোগ নিতে আসা গ্রাহকের কাছ থেকে গ্রাহকের ছবি, পরিচয়ের প্রমাণ সংগ্রহ করা। অভিযুক্ত তার দুই সঙ্গীকে নিয়ে বিভিন্ন আধার কার্ডে একই ছবি ব্যবহার করে ৩৪টি সিম কার্ড দিয়েছিল। প্রধান অভিযুক্ত সুরেন্দ্রর সঙ্গী আনিশ আহমেদ আধার কার্ডে ছবি এডিট করে অন্যের ছবি সেই স্থানে বসিয়ে দিত। রিলায়েন্স জিও কোম্পানির নোডাল অফিসার ২৩ শে সেপ্টেম্বর হিসার থানার সাইবার বিভাগে এসংক্রান্ত একটি অভিযোগ করেন। তারপরই বুধবার পুলিশের সাইবার সেল তিনজনকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *