আগরতলা, ১ নভেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক রেল মানচিত্রে যুক্ত হল ত্রিপুরাও। আজ দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উপস্হিতিতে আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পের শুভ উদ্বোধন করছেন।ওই উদ্বোধনী অনুষ্ঠানে সচিবালয়ে উপস্হিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা।
আজ সকাল এগারটায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পগুলির উদ্বোধন করেছেন।
প্রসঙ্গত, আখাউড়া-আগরতলা রেল সংযোগ প্রকল্পটি বাংলাদেশের অংশে ৩৯২.৫২ কোটি টাকা ভারত সরকারের অনুদান সহায়তার অধীনে সম্পাদিত হয়েছে। বাংলাদেশে ৬.৭৮ কিলোমিটার ডুয়েল গেজ রেললাইন এবং ত্রিপুরায় ৫.৪৬ কিমি সহ রেল সংযোগের দৈর্ঘ্য ১২.২৪ কিমি।