ধর্মনগর, ১ নভেম্বর: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দশটি দোকান।ধারনা করা হচ্ছে, নাশকতার আগুনেই পুড়ে ছাই দোকানগুলো। গতকাল রাতে ধর্মনগর শহরের মহেশ স্মৃতি রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাজারের দশটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই ঘটনায় গোটা বাজারের ব্যবসায়ীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক কুড়ি লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গতকাল রাতে বিকট আওয়াজ শোনে ঘর থেকে বেরিয়ে আগুন লাগার দৃশ্য লক্ষ্য করেন তিনি।সাথে সাথে দোকানের মালিকদের খবর দেওয়া হয়েছিল। খবর পেয়ে ছুটে গিয়েছিল ধর্মনগর এবং কদমতলা ও পানিসাগর থেকে আগত দমকলের চারটি ইঞ্জিন। দমকলের চারটি ইঞ্জিন সহ উপস্থিত জনতার সহায়তায় প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে বাজারের একাংশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন,জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী,মহকুমা প্রশাসক বিবেক এইচ বি সহ ধর্মনগর পুর পরিষদের কর্মকর্তারা ।