গুয়াহাটির পার্শ্ববর্তী সোনাপুরে বাজেয়াপ্ত চোরাই ২৫টি গরু-বোঝাই দুটি মিনিট্রাক


গুয়াহাটি, ৩১ অক্টোবর (হি.স.) : গুয়াহাটির পার্শ্ববর্তী সোনাপুরে পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে চোরাই ২৫টি গরু-বোঝাই দুটি মিনিট্রাক।

আজ মঙ্গলবার সোনাপুর থানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সোমাবার সন্ধ্যারাতে সোনাপুরের টোলগেটে পুলিশের দল গরু-বোঝাই গাড়ি ধরতে অভিযান চালিয়েছিল। এক সময় উজান থেকে মেঘালয়ের বৰ্ণিহাটগামী এএস ১২ সিসি ৩২১৪ নম্বরের একটি ডিআই মিনিট্রাকের গতিরোধ করে তা থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করে অভিযানকারী পুলিশের দল। সূত্রটি জানিয়েছে, অতি কৌশলে ট্রাকের বডিতে কাঠ দিয়ে মাঁচা তৈরি করে তার নীচে গরুগুলি পাচার করা হচ্ছিল।
এছাড়া সোনাপুরের কমলাজাড়ি এলাকায় এএস ০১ ওসি ৫৭১৭ নম্বরের আরেকটি ডিআই মিনিট্রাক আটক করে তা থেকে ১২টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। মোট ২৫টি গরু পাচারে জড়িত দুটি ডিআই মিনিট্রাকের চালক ও খালাসি সুযোগ বুঝে ঘ্টনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছে।

সোনাপুর থানার পুলিশ গরু সহ দুটি মিনিট্রাক বাজেয়াপ্ত করেছে। উদ্ধারকৃত ২৫টি গরু গোশালায় পাঠিয়ে গবাদি পশু পাচারে জড়িতদের ধরতে তদন্ত-অভিযান চালিয়েছে বলে সোনাপুর থানার ওসি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *