আগরতলা, ৩১ অক্টোবর: সারা দেশের সাথে ত্রিপুরায়েও যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়েছে।এদিন সরকারি ভাবে মূল অনুষ্ঠানটি হয়েছে স্বামী বিবেকানন্দ ময়দানে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদুৎমন্ত্রী রতনলাল নাথ। তাছাড়া শিল্প দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল । বিভিন্ন দপ্তরের সচিব, পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক,সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সবাইকে রাষ্ট্রীয় একতা দিবসের শপথ বাক্য পাঠ করিয়েছেন রতন লাল নাথ।
তাছাড়া এদিন বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি রান অনুষ্ঠিত হয়েছে। এদিন ইউনিটি রান শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বিবেকানন্দ ময়দানে শেষ হয়েছে।
প্রসঙ্গত, ৩১ অক্টোবর রাষ্ট্রীয় একতা, সংহতি ও সার্বভৌমত্ব রক্ষায় নিবেদিত প্রাণ লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
এদিন রতনলাল নাথ বলেন, ২০১৪ সালে প্রথমবারের মতো রাষ্ট্রীয় একতা দিবস দিনটি উদযাপন করা হয়েছিল। কারণ, ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেল অসাধারন কাজ করেছিলেন। জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশ ব্যাপী একটি ম্যারাথনের আয়োজন করা হয়েছে।
এদিন তিনি আরো বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন অখণ্ড ও অবিচ্ছিন্ন ভারতের মূল কান্ডারী।