আগরতলা, ৩১ অক্টোবর: ভারতবর্ষের সংহতি ও ঐক্য রক্ষার্থে ৩৯ বছর পূর্বে আজকেরই দিনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আত্মবলিদান দিয়েছিলেন। তাঁর এই আত্মবলিদান দেশের সমস্ত জাতি গোষ্ঠীকে দেশপ্রেমে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উদযাপন অনুষ্ঠানে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা।
সারা দেশের সাথে আজ যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে পালিত হচ্ছে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস। উল্লেখ, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এরই অঙ্গ হিসাবে প্রদেশ কংগ্রেস ভবনে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন সভাপতি সহ প্রদেশ কংগ্রেস নেতৃত্বেরা। পরবর্তীতে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলীয় নেতৃত্বরা। তারপর ইন্দিরা গান্ধীর সমাধিস্থলে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দলীয় নেতৃত্বারা।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন,ভারতবর্ষের সংহতি ও ঐক্য রক্ষার্থে ৩৯ বছর পূর্বে আজকেরই দিনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আত্মবলিদান দিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দেশের প্রতিটি রাজ্যে এই দিনটিকে আত্মবলিদান দিবস হিসেবে পালন করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন বিধায়ক গোপাল চন্দ্র রায় বলেন, সারা দেশের সাথে রাজ্যেও আজকের দিনটিকে ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস হিসেবে উদযাপন করছে। ইন্দিরা গান্ধী উন্নয়নের প্রতীক ছিলেন।
এদিন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ বলেন , ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবসে আগরতলা জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

