লংতরাইভ্যালী, ৩১ অক্টোবর: মনু নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার অন্তর্গত মনু হাসপাতাল সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম বিপুল দেববর্মা(২৬), পিতা সঞ্জীৎ দেববর্মা, বাড়ি জিরানীয়া।
বিস্তারিত খবরে জানা যায়, বিপুল ময়নামাস্হিত এক ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। ৩১ অক্টোবর রোজ বুধবার আনুমানিক বিকেল ৪টা নাগাদ এক বন্ধুর সাথে মনু হাসপাতালের পেছনে মনু নদীতে স্নান করতে নামে সে। স্নান করতে নেমে আচমকাই নদীর জলে তলিয়ে গেছে বিপুল।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মনু থানার পুলিশ ও দমকল বাহিনী। অনেক খোঁজাখুঁজির পর ঘটনাস্হল থেকে কিছু দূরেই জলের নীচে তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা দুই বন্ধু মিলে ড্রাগস নিতেই হাসপাতালের পেছনে এমন জঙ্গলাকীর্ন জায়গায় এসেছিল। পড়ে তারা মনু নদীতে স্নান করতে নামলেই এই দুর্ঘটনা ঘটে। মৃতদেহ উদ্ধার করে মনু হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ময়নাতদন্তের রিপোর্টের মৃত্যুর আসল কারন বেরিয়ে আসবে। যুবকের মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে।