সাব্রুম, ৩১ অক্টোবর: ফের কাস্টমসের হাতে আটক কাপড় বোঝাই গাড়ি। অভিযোগ জিএসটির বৈধ নথিপত্র দেখাতে না পারায় আটক করা হয়েছে গাড়িটিকে ।
ঘটনার বিবরণে প্রকাশ, মঙ্গলবার সকালে বিএসএফের জি ব্রাঞ্চের গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ এবং কাস্টমসের যৌথ অভিযানে সাব্রুমের মনুবাজার থেকে আটক করা হয়েছে কাপড় বোঝাই ট্রান্সপোর্টের লরি। আগরতলা থেকে কাপড়গুলি নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গেছে।
কাপড়ের মালিক জানান তিনি বৈধ নথি দেখিয়েছেন। কিন্তু কাস্টমস থেকে বলা হয়েছে নোটিস গেলে নথি পেশ করার জন্য। এদিকে ট্রান্সপোর্টের মালিক জানান, সবসময় জিএসটি বিল দেওয়া হয় না। তবে জিএসটি ছাড়া কাপড় প্রায়শই পরিবহণ করেন বলে সাফ জানান তিনি। প্রশ্ন উঠছে সমস্ত নথি ছাড়া কিভাবে কাপড় আনা হয়? ট্রান্সপোর্ট সংস্থা কিভাবে বৈধ নথি ছাড়া কাপড় বহন করেন?দাবি উঠেছে পুরো ঘটনার সঠিক তদন্তের।