অনূর্ধ্ব ১৯ : হায়দ্রাবাদ জয় দিয়েইকাল সূচনা চাইছে ত্রিপুরার মেয়েরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর।। প্রস্তুতি পর্ব চূড়ান্ত। মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি ট্রফি ২০২৩-২৪ এর গ্রুপ লিগে অংশগ্রহণকারী ত্রিপুরা সহ ছটি দলের মেয়েরাই মাঠে নামার আগে আগামীকাল শেষ দিনের টিপস নিয়ে নেবে নিজ নিজ কোচদের থেকে। মাঠে ২ নভেম্বর থেকে সেরাটা উজাড় করে দিতে প্রত্যেকেই যেন প্রস্তুতি সেরে নিচ্ছে। রাঁচিতে অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-২০ ট্রফির গ্রুপ লিগের খেলা শুরু হচ্ছে ২ নভেম্বর থেকে। এই গ্রুপে লিগ পর্যায়ে অংশগ্রহণকারী ছয়টি দলেরই তিনটি ম্যআচই ২ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরা হায়দ্রাবাদের ম্যাচ হবে রাঁচিতে জামশেদপুর ক্রিকেট একাডেমি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে। একই সময়ে রাঁচিতে জামশেদপুর ক্রিকেট একাডেমি ওভাল গ্রাউন্ডে অরুণাচল প্রদেশ খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে। একই গ্রাউন্ডে বেলা দেড়টায় হরিয়ানা খেলবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামার আগে ত্রিপুরার মেয়েরা আজও প্রয়োজনীয় হালকা প্র্যাক্টিস করে নিয়েছে। ২ নভেম্বর প্রথম ম্যাচে হায়দ্রাবাদের পর, ৩ নভেম্বর তামিলনাড়ু, ৫ নভেম্বর অরুনাচল প্রদেশ, ৭ নভেম্বর উত্তর প্রদেশ এবং ৯ নভেম্বর ত্রিপুরা গ্রুপের শেষ ম্যাচ খেলবে শক্তিশালী হরিয়ানার বিরুদ্ধে।‌ কোচদের পাশাপাশি দলনেতৃ রূপালী দাসও যথেষ্ট আশাবাদী টুর্নামেন্টের শুরুতে সাফল্য পাওয়া নিয়ে। ত্রিপুরা দলের ক্রিকেটাররা হলো:‌ রূপালী দাস (উইকেট রক্ষক ও ক্যাপ্টেন), বিজয়া ঘোষ, গিয়া মন্ডল, অস্মিতা দেবনাথ (সহ অধিনায়ক), অস্মিতা দাস, পায়েল নমঃ, পারমিতা চক্রবর্তী, প্রিয়া সরকার, তানিয়া দেব, মিনতি বিশ্বাস, রিফু দেববর্মা, রেশমি নোয়াতিয়া, অন্তরানি নোয়াতিয়া, পৌলমী পাল, অস্মিতা দাস- তেলিয়ামুড়া, ভূমিকা নায়েক ও তনুশ্রী সরকার। সাপোর্ট পার্সোনেল হিসেবে রয়েছেন মাম্পি দেবনাথ ম্যানেজার, অমল পাল লজিস্টিক ম্যানেজার, শ্রাবণী দেবনাথ চীফ কোচ , সন্দীপ ব্যানার্জি কোচ, শুভ্র পাল কোচ, মিষ্টি দেব ফিজিও, সুখেন্দু দে ট্রেনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *