ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর।। দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেলো ত্রিপুরা। তাও ওড়িশার কাছে ১৭ রানের ব্যবধানে। ব্যাটিং ব্যর্থতার দায়ে পুরুষদের অনূর্ধ্ব ২৩ স্টেট এ ট্রফি এক দিবসীয় ক্রিকেটে ত্রিপুরা দ্বিতীয় ম্যাচে পরাজয় স্বীকার করে নিয়েছে। প্রথম ম্যাচে মনিপুরের বিরুদ্ধে ৭৯ রানে প্রত্যাশিত জয়ের পর অনেক ক্রিকেট প্রেমীরা-ই ত্রিপুরা দলের ভবিষ্যৎ নিয়ে ভাবছিলেন। কার্যত মাঠে আজ রেজাল্ট তেমনই হল। হরিয়ানাতে শেওয়াগ ইন্টারন্যাশনাল স্কুল গ্রাউন্ডে সকাল নটায় ম্যাচ শুরুতে টস জিতে ত্রিপুরা দলের অধিনায়ক প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে ওড়িশা দলকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। নির্ধারিত পঞ্চাশ ওভার খেলতে পারেনি। তবে ৪৫.৫ ওভার খেলে ওড়িশা ১৫০ রানের টার্গেট দাঁড় করায়। দলের পক্ষে অধিনায়ক অনিল পরিদার সর্বাধিক ৪২ রান ছিল। রাজ্য দলের বোলার রিয়াজ উদ্দিন ২৮ রানে এবং স্বরাব সাহানি ৩১ রানের বিনিময়ে তিনটি করে উইকেট পেয়েছে। এছাড়া দানবীর সিং, সন্দীপ সরকার ও আনন্দ ভৌমিক পেয়েছে একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরা দলের শুরু এবং শেষ একই মানের হয়েছে। ৪৮.২ ওভার খেলে ১৩২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। রিয়াজুদ্দিনের ২৪ রান এবং দানবীর সিং এর ১৯ রান একটু চোখে পড়ার মতো। ওড়িশার আশুতোষ সুরিয়া, সম্বিত বড়াল ও রাকেশ বিশুয়াল প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। উল্লেখ্য, আজ অপর দুটি ম্যাচে ছত্তিশগড় ৬ উইকেটের ব্যবধানে মনিপুরকে এবং গোয়া এক উইকেটের ব্যবধানে গুজরাট কে পরাজিত করেছে।
2023-10-30