গোয়ালপাড়া (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : গোয়ালপাড়া জেলার অন্তর্গত ধূপধরা থানাধীন গুলিয়ানপাড়ায় ১৭ নম্বর জাতীয় সড়কে ভয়ংকর সড়ক দুৰ্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক এক করে চারজনের৷ একই দুর্ঘটনায় তিন তরুণী-মহিলা সহ দশজন গুরুতরভাবে আহত হলে তাঁদের সকলকে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷
আজ সোমবার সকালে ধূপধরা থানাধীন গুলিয়ানপাড়ায় ১৭ নম্বর জাতীয় সড়কে এএস ০১ জেসি ৪০৫১ নম্বরের যাত্ৰীবাহী বাস, এএস ০১ বিভি ৭৮৮৭ নম্বরের বলেরো এবং এএস ০১ ইএইচ ৩১৭৪ নম্বরের স্কুটির সঙ্গে মুখোমুখি সংঘৰ্ষ হয়৷ সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফকিরগঞ্জের বাসিন্দা বলেরো চালক আহসান আলির৷ দুর্ঘটনায় আহত দশজনকে অ্যাম্বুলেন্সে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ কিন্তু হাসপাতালে মৃত্যু হয় সাফিয়ার হক এবং ফকিরগঞ্জের আসাদুল ইসলামের৷ এদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও এক যাত্রী প্রাণ হারিয়েছেন। তাঁর নাম জানা যায়নি।
ফইজুল হক সহ অধিকাংশ আহত যাত্রী ছিলেন বলেরোয়। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংজুলি হাসপাতাল থেকে গৌহাটি মেডিক্যালে পাঠানো হয়েছে। এছাড়া দুই স্কুটি আরোহী নিতানন্দ দাস এবং মধুস্মিতা সূত্রধরও দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁদেরও উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে গুরুতভাবে আহত ফইজুল হক, সফিউর হক, ধূপধরার খেকাপাড়া এলাকার নিতা দাস এবং ধূপধরার পূর্ব গাঠিয়াপাড়ার মধুস্মিতা সুত্ৰধরের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গেছে৷ গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে৷