BRAKING NEWS

‘আশীর্বাদ নিতে’ মুকুল রায়ের বাড়িতে সেচমন্ত্রী পার্থ ভৌমিক

কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): সোমবার অসুস্থ মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়িতে দেখা গেল রাজ্যের এক তাবড় মন্ত্রীকে। কৃষ্ণনগর উত্তর বিধায়কের বাড়িতে যান সেচমন্ত্রী পার্থ ভৌমিক। দু’পক্ষই একে সৌজন্য সাক্ষাত বলে দাবি করলেও, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর এই ঘটনায় অঙ্ক কষতে শুরু করেছে রাজনৈতিক বিশ্লেষকরা।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মুকুল রায়। এক সময় তিনিই ছিল তৃণমূলের অঘোষিত ‘নম্বর টু’। পরবর্তীকালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল। বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক নির্বাচিত হয়ে ফের তৃণমূলে ফিরে আসেন। ফের মাঝে তাঁর দিল্লি যাত্রা ঘিরে ছড়িয়েছিল তীব্র জল্পনা। এই মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণে বাড়ি থেকে তেমনভাবে বের হতে পারেন না এই বর্ষীয়ান বিধায়ক।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশ্য সেচমন্ত্রী বলেন, ‘বিজয়া করতে এসেছিলাম। মুকুলদার কাছে আমি প্রতিবার বিজয়া করে আসি। দাদাকে প্রণাম করতে এসেছিলাম। কালই শুভ্রাংশুকে জানিয়েছিলাম যে আসব। মুকুলদার চিকিৎসা ঠিক মতো হচ্ছে। আমরা ধারণা মুকলদা সুস্থ হয়ে উঠবেন। দাদা ভালো রয়েছেন, এটা দেখে ভালো লাগল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *