BRAKING NEWS

উড়ালপুলে ফের দুর্ঘটনা, মোবাইল ফোন বাঁচাতে গিয়ে উড়ালপুল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর : উড়ালপুল ফের সংবাদের শিরোনামে। এবারে উড়ালপুল থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। ঘটনা সোমবার সকালে রাজধানীর বটতলা শিবমন্দির সংলগ্ন এলাকায়। উড়ালপুল থেকে ওই ব্যক্তি নিচে আরো কয়েকজন পথ চলতি লোকের উপর গিয়ে পড়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তারাও। আহতদের তালিকায় শিশুও রয়েছে বলে খবর। এদিকে ঘটনার সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেওয়া হলে তারা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। যদিও উড়ালপুল  থেকে নিচে পড়া ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ইতিমধ্যেই রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার বিবরণে আহত ব্যক্তির আত্মীয় পরিজনেরা জানিয়েছেন, এদিন সকালে উনার ভাগিনাকে সঙ্গে নিয়ে তিনি অটো দিয়ে  উড়ালপুলের উপর দিয়ে যাচ্ছিলেন। তখন তার মোবাইল ফোনটি হঠাৎই ছিটকে পড়ায় ওই ব্যক্তিও অটো থেকে ঝাঁপ দেন বলে দাবি পরিবারের। তাতেই মোবাইলটিকে বাঁচাতে গিয়ে উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়েছেন তিনি। তার বাড়ি বর্ডার গোল চক্কর এলাকায় বলে জানিয়েছেন তার পরিজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *