2023-10-30
রাজ্য জিমন্যাস্টিক্স সংস্থার বার্ষিক সাধারণ বৈঠক
Previous Post: *সিনিয়র মহিলা টি-২০, এ-গ্রুপ : পয়েন্ট তালিকা*
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর।। গভর্ণিং বডির বৈঠক ১৯ নভেম্বর। রাজ্য জিমন্যাস্টিক্স সংস্থার। ওই দিন বিকেল ৩ টায় এম এল প্লাজাতে হবে সভা। তাতে নতুন কমিটি গঠন করা হবে। রাজ্য সংস্থার পক্ষ থেকে এখবর জানানো হয়েছে। সংস্থার সকল সদস্য এবং সদস্যাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Designed using Magazine News Byte. Powered by WordPress.