BRAKING NEWS

অপ্রতিরোধ্য ভারত, ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণ


লখনউ, ২৯ অক্টোবর(হি.স.): অপ্রতিরোধ্য ভারতের কাজে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণ ।ভারতের ২২৯ রানের জবাবে ১২৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।ভারত ১০০রানে ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে চলে গেল।

লখনউয়ের অটল বিহারি বাজপেয়ী একানা স্টেডিয়ামে রবিবার টস জিতে এদিন ভারতকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে রোহিত শর্মার(৮৭) ও সূর্য কুমারের (৪৯) ব্যাটে ভর করে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান পায় ভারত।
জবাবে ভারতের মোহাম্মদ সামি(৪),বুমরা(৩)ও কুলদীপ যাদবের(২)দাপটে রানে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ভারত ১০০রানে ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে চলে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *