শিলচর (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচরের মধুরবন্দে সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ভস্ম হয়ে গেছে বসতবাড়ি। আগুনে ঝলসে জখম হয়েছেন গৃহকর্তা শাহিন আখতার। পুড়ে ছাই হয়ে গেছে তাঁর বসতবাড়ির আসবাবপত্র, প্রয়োজনীয় জরুরি নথিপত্র সহ যাবতীয় সম্পত্তি।
ঘটনা শনিবার রাতে জনৈক শাহিন আখতারের বাড়িতে সংঘটিত হয়েছে। জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতেও নৈশ আহার করে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিছানায় যান শাহিন। কিছুক্ষণ পর হঠাৎ দেখেন, ঘরের সুইচ বোৰ্ডে স্পার্ক করছে। তাঁর বুঝতে দেরি হয়নি, বোর্ডে শর্ট সাৰ্কিট হয়েছে।
শর্ট সার্কিটের সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে৷ মুহূৰ্তের মধ্যে গোটা ঘর গ্রাস করে ফেলে আগুনের লেলিহান শিখা। ঘটনাটি দেখে প্রতিবেশীরা বালটি, কলস, টিন ইত্যাদি নিয়ে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে খবর যায় তারাপুর অগ্নিনিৰ্বাপক কেন্দ্রে। খবর পেয়ে তৎক্ষণাৎ দুটি ইঞ্জিন নিয়ে অগ্নিনিৰ্বাপক বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন অগ্নিনির্বাপক কর্মীরা৷ কিন্তু এর আগেই আগুনের লেলিহান শিখা শাহিন আখতারদের গোটা বাড়ি ছাই করে দিয়েছে৷
বিধ্বংসী অগ্নিকাণ্ডে শাহিন আখতারের প্রায় সব সম্পত্তি পুড়ে ভস্ম হয়ে গেছে। ছাই হয়ে গেছে সব প্রয়োজনীয় নথিপত্র৷ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে৷
এদিকে আগুন নেভাতে গিয়ে গৃহকর্তা শাহিন আখতারের শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে। তিনি চিকিৎসাধীন বলে জানা গেছে৷

