BRAKING NEWS

লক্ষ্মী পূজার রাতে গ্যাসের পাইপ লাইন ফেটে অগ্নিকাণ্ড রাজধানীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর: 

লক্ষ্মীপূজার রাতে রাজধানী আগরতলা শহরের গান্ধীঘাট এলাকায় গ্যাসের পাইপ লাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অল্পতে রক্ষা পেয়েছে শহরের ঘনবসতি এলাকা। লক্ষ্মীপূজার রাতে গান্ধীঘাট এলাকায় গ্যাসের পাইপ লাইন ফেটে আগুন লেগে যায়। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বিবরণে জানা যায়, লক্ষ্মী পূজার আনন্দ উল্লাসে ধর্মপ্রাণ মানুষ যখন ব্যস্ত, ঠিক সেই সময়ে গান্ধীঘাট এলাকায় গ্যাসের পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ কায়েম হয়। এলাকাবাসীর তরফ থেকে খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল বাহিনী এবং টিএনজিসিএল এর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দ্রুত দমকলবাহিনী ঘটনাস্থলে ছুটে না আসলে এলাকায় ভয়ংকর ঘটনা ঘটে যেতে পারতো। স্থানীয় মানুষের সচেতনতা এবং দমকল বাহিনীর তৎপরতার ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ঘনবসতি পূর্ন এলাকা।

 উল্লেখ্য এটি পূর্বেও এলাকায় গ্যাস পাইপলাইন লিকেজ হয়ে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে টিএনজিসিএল এর কাজকর্ম নিয়েও নানা প্রশ্ন করতে শুরু করেছে। নিয়মিত দেখভাল ও মেরামতির অভাবেই এ ধরনের অঘটন ঘটে চলেছে বলেও বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *