নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): আদিকবি মহর্ষি বাল্মীকির জন্মবার্ষিকীতে দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “দেশবাসীকে বাল্মীকি জয়ন্তীর শুভেচ্ছা। সামাজিক সাম্য ও সদিচ্ছা সম্পর্কিত তাঁর মূল্যবান চিন্তাভাবনা বর্তমানেও ভারতীয় সমাজকে অনুপ্রাণিত করছে। তাঁর মানবতার বার্তার মাধ্যমে তিনি যুগে যুগে আমাদের সভ্যতা ও সংস্কৃতির অমূল্য ঐতিহ্য হয়ে থাকবেন।”
জন্মবার্ষিকীতে আদিকবিকে স্মরণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি এক্স মাধ্যমে জানান, “রামায়ণ রচনা করে মহাকবি মহর্ষি বাল্মীকি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের জীবনকে মানুষের হৃদয়ে চিরকাল জীবন্ত করে তোলার একটি মহৎ কাজ করেছিলেন। এই কালজয়ী কাজ ভগবান শ্রী রামের প্রতিষ্ঠিত আদর্শে সমাজকে উদ্বুদ্ধ করে ধর্মের পথ দেখাচ্ছে। এমন মহান কবি বাল্মীকিজির জন্মবার্ষিকীতে সবাইকে জানাই শুভেচ্ছা।”