BRAKING NEWS

মণিপুরে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক সক্রিয় পাঁচ মাওবাদী জঙ্গি ক্যাডার


ইমফল, ২৮ অক্টোবর (হি.স.) : মণিপুরে নিরাপত্তা রক্ষীদের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক হয়েছে সক্রিয় পাঁচ মাওবাদী জঙ্গি ক্যাডার।

আজ শনিবার রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নির্ভারযোগ্য তথ্যের ভিত্তিতে শুক্রবার ইমফল পূর্ব, ইমফল পশ্চিম, কাকচিং এবং বিষ্ণুপুর, এই চার জেলার দু্র্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। অভিযানে চাঁদাবাজি ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মাওবাদী জঙ্গি গোষ্ঠী ‘কাংলেইপাক কমিউনিস্ট পার্টি’ সংক্ষেপে কেসিপি (মিলিটারি টাস্ক ফোর্স)-র পাঁচ সক্রিয় ক্যাডারকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধে ব্যবহারযোগ্য বিভিন্ন অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

মণিপুর পুলিশ সূত্রটি জানিয়েছে, তালাশির সময় একটি আগ্নেয়াস্ত্র, ৪৮ রাউন্ড সক্রিয় গোলাবারুদ, তিনটি ৭.৬২ এমএম অ্যামুনিশন চার্জার ক্লিপ, একটি পিস্তল হোলস্টার, তিন জোড়া ফাইটিং ড্রেস, স্কার্ফ, চার জোড়া জঙ্গল বুট, দুটি বেল্ট, নগদ ২,০৯০ টাকা, পাঁচটি মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং রেজিস্ট্রেশন প্লেটবিহীন একটি হুন্ডাই আই-২০ গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *