=কুল্লু, ২৮ অক্টোবর (হি.স.): দশেরা উৎসবের মধ্যেই ভয়াবহ আগুন লাগল হিমাচল প্রদেশের কুল্লুর ধলপুর ময়দানে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে কিছু দোকান ও তাঁবু। দশেরা উৎসবের সময় শনিবার ভোররাত দু’টো নাগাদ কুল্লুর ধলপুর ময়দানে আগুন লাগে, সেই আগুনে কয়েকটি দোকান ও তাঁবু পুড়ে গিয়েছে। দমকলের চেষ্টায় পরে আগুন নেভানো হয়।
বিজেপি নেতা সুরেন্দর শৌরি বলেছেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা। ১৫টি তাঁবু পুড়ে গিয়েছে, সেখানে দেবতারা অধিষ্ঠিত ছিলেন এবং কিছু দোকান পুড়ে গিয়েছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি আমরা ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার জন্য কাজ করব।”