গান্ধীনগর, ২৮ অক্টোবর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট সফরের প্রস্তুতি শনিবার খতিয়ে দেখেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এদিন মোদীর সফরকে ঘিরে মুখ্যমন্ত্রী প্যাটেলের সভাপতিত্বে জেলা কালেক্টর ও প্রশাসনের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের ভিডিও কনফারেন্স বৈঠকেরও আয়োজন করা হয়।
শনিবারের এই বৈঠকে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল অন্যদের যাত্রাধাম আম্বাজির পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। সেইসঙ্গে সভায় আসা ব্যক্তিদের জন্য বিশুদ্ধ জল বিতরণ এবং স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবাগুলি নিশ্চিত করারও পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর কর্মসূচী স্থলে আগত নাগরিকদের যাতায়াতে ও যান চলাচলে যাতে কোনওরকম বিপত্তি না হয় সেজন্য পুলিশ প্রশাসনকে যান চলাচল নিয়ন্ত্রণের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী প্যাটেল।
গান্ধীনগরে আয়োজিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী প্যাটেলের সঙ্গে অংশ নেন মুখ্য প্রিন্সিপাল সেক্রেটারি কে. কৈলাশনাথন ও বর্ষীয়ান সচিবরা।