নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): তরুণ প্রজন্মের ভবিষ্যতের কথা মাথায় রেখে মিশন মোডে কাজ করছে কেন্দ্রীয় সরকার। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “আমরা শুধুমাত্র কর্মসংস্থানই দিচ্ছি না, সমগ্র ব্যবস্থাকে স্বচ্ছ করে দিচ্ছি।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫১ হাজারেরও বেশি নবনিযুক্ত তরুণ-তরুণীর হাতে নিয়োগপত্র তুলে দেন। দেশজুড়ে ৩৭টি স্থানে এই রোজগার মেলা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রকের পাশাপাশি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিভিন্ন দফতরে এই নিয়োগ হতে চলেছে।
এই রোজগার মেলায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমরা শুধুমাত্র কর্মসংস্থানই দিচ্ছি না, সমগ্র ব্যবস্থাকে স্বচ্ছ করে দিচ্ছি। এতে কর্মসংস্থান প্রক্রিয়ায় মানুষের আস্থা বেড়েছে। আমরা শুধু নিয়োগ প্রক্রিয়াকে প্রবাহিত করিনি, কিছু পরীক্ষা পুনর্গঠনও করেছি। স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ চক্রের সময় অর্ধেক কমানো হয়েছে… এসএসসি পরীক্ষা এখন হিন্দি ও ইংরেজি ছাড়া ১৩টি আঞ্চলিক ভাষায় নেওয়া হয়। এটি তাদের সুযোগ প্রদান করেছে, যারা ভাষার বাধার সম্মুখীন হয়েছেন।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, গত বছরের অক্টোবরে শুরু হয় ”রোজগার মেলা”। কেন্দ্রে, এনডিএ এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে ”রোজগার মেলা” আয়োজিত হচ্ছে। এখন পর্যন্ত লক্ষ লক্ষ যুবককে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। আজ ৫০ হাজারের বেশি যুবককে সরকারি চাকরি দেওয়া হয়েছে। মোদী যোগ করেছেন, ক্রীড়া সেক্টর নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। আমাদের খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক খেলায় ঐতিহাসিক পারফরম্যান্স করছেন… যখন ক্রীড়াক্ষেত্রের বিকাশ ঘটবে,… প্রশিক্ষক, ফিজিও, রেফারি এবং ক্রীড়া পুষ্টিও নতুন সুযোগ পাবে।”